বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির চাকু হাতে নিয়ে অবৈধ ভাবে সরকারি জমি দখল করতে গেলে এলাকাবাসীর বাধা। এ সময় ফাতেমা মনির উত্তেজিত হয়ে মারধর করে তিন জনকে আহত করে। এ ঘটনায় রাকিব হাসান খান ফতুল্লা মডেল থানায় ফাতেমা মনিরসহ অপ্সাত ৭/৮ জনের উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় পাগলা মেরী এন্ডারসনে সামনে এ মারধরের ঘটনা ঘটে।
সরজমিন গিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত পাগলা মেরী এন্ডারসনের সামনে পরিত্যক্ত সরকারি খালি জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা চালালে এলাকাবাসীর বাধার মুখে পরে ফাতিমা মনির। পরবর্তীতে এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে চাকু হাতে নিয়ে তিন জনকে আহত করে তিনি ও তার লোকজন। পরে ফাতেমা মনিরের হাতে থাকা চাকুটি সাথে আসা অন্য মহিলার হাতে তুলে দেন তিনি। সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ফাতেমা মনির ও তার লোকজন সরকারি জমি দখলের চেষ্টা চালায়। এমতাবস্থায় এলাকাবাসী দখলে বাধা প্রদান করে। ফাতেমা মনির ও তার লোকজন উত্তেজিত হয়ে কয়েক জনকে মারধর করে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয় নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির বলেন, আমি ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল ভাইয়ের অর্ডার নিয়ে এই জায়গায় মহিলা আওয়ামী লীগের একটি অফিস করতে আসছিলাম। কিন্তু কিছু লোকজন আমার অফিসের কাজে বাধা প্রদান করে। আমি এখানে বালু দিয়ে ভরাট করেছি। আমিই এই জায়গায় মহিলা আওয়ামী লীগের অফিস নির্মাণ করবো। কেউ পারলে আমাকে ঠেকাবে।
Leave a Reply