নেত্রকেণা প্রতিনিধিঃ
“কাউকে পেছনে ফেলে নয়, সকল পেশা বৈচিত্র্যের মানুষকে সাথে নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ, শহরের দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে” এই স্লোগানকে সামনে রেখে, নেত্রকোণায় শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে বারসিক এর সহযোগিতায় জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোণা পৌরসভার হলরুমে বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ জনসংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ, লেখক গবেষক ও অধ্যাপক সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান আফজাল রহমান, আবু আব্বাছ ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিনিয়র সাংবাদিক সাবেক জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দ পাল, বারসিকের জেলা সমন্বয়কারী অহিদুর রহমান, জেলা বিভিন্ন ডলিপ জনগোষ্ঠীর প্রতিনিধিরা, বারসিকের কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।
Leave a Reply