নেত্রকোণা প্রতিনিধিঃ
বাঁধা কিংবা চুল বাঁধার গন্ডি পেরিয়ে নানা মাধ্যমে সমাজ-দেশকে এগিয়ে নিতে অবদান রেখে চলেছেন এ সময়ের অনন্যারা। তাই এসকল নারীদের উদ্ধুদ্ধ করতে সরকারের নানা পদক্ষেপের পাশাপাশি দেওয়া হচ্ছে সম্মাননা স্বারক।
এবার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন নেত্রকোণার ফরিদা আক্তার পান্না ও অনন্যা কস্তুরী। পার্লার ব্যবসায় বিশেষ অবদান রাখায় এই পুরষ্কার পেয়েছেন তারা। উভয়ই অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল’র হাত থেকে গ্রহণ করেন এই পুরষ্কার।
বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় অধিবেশন-২০২২ উপলক্ষ্যে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ২৫ জন নারী উদ্যোক্তার হাতে এই সম্মাননা স্বারক তোলে দেয়া হয়। ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফরিদা আক্তার পান্না জানান, এটাই প্রথম নয়, এর আগেও উদ্যোক্তা হিসেবে সম্মানিত হয়েছি। তবে এই পুরষ্কারটা বিশেষ কিছু। ময়মনসিংহ অঞ্চল থেকে আমার নির্বাচিত হওয়াটা বেশ চমকপ্রদ।
অনন্যা কস্তুরীও তার সাথে সুর মিলিয়ে বলতে লাগলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননা পাওয়াও একটা অর্জন। এই পুরষ্কারটা যেমন আত্মমর্যাদার, তেমনি দায়বদ্ধতার। সামনের দিনগুলোতে এটা আমাকে আত্মবিশ্বাস যোগাবে।
সমাজকর্মী প্রীতম বিশ্বাস মিতুল জানান, উদ্যোক্তা হওয়াটা আমার কাছে দুঃসাহসিক কিছু। নারীরা সমানতালে অবদান রাখছে বিষয়টা সামাজিকভাবে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। আয়োজকদের ধন্যবাদের পাশাপাশি এই দুই সংগ্রামী নারীকে অভিনন্দন জানাই।
Leave a Reply