বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর খেয়াঘাট সংলগ্ন স্থানে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর ঢাকা জোনের জোনাল কমান্ডারের দপ্তর স্থাপন শীর্ষক প্রকল্পের সীমানা পিলারের স্থাপন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫) সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রকল্পের সীমানা খুঁটি স্থাপনের মাধ্যমে সীমানা পিলারের স্থাপন উদ্বোধন করেন কোস্ট গার্ডের সদর দপ্তরের গানারী কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ শামসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, কোস্টগার্ড পাগলার স্টেশন কমান্ডার লেঃ শামস সাদেকীন নির্ণয়, ডিক্রিরচর কোস্টগার্ডের কর্মকর্তা রুহান সহ এলাকাবাসী ও জমির মালিকগণ।
কোস্টগার্ড সুত্রে জানা যায়, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর ঢাকা জোনের জোনাল কমান্ডারের দপ্তর স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার কাশিপুর ও গোপচর মৌজার আরএস বিভিন্ন দাগের ১৫ একর জমি অধিগ্রহণের জন্য নির্ধারিত হয়েছে। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ হুকুম দখল আইন ২০১৭ এর ৪(৩)(খ) ধারা মোতাবেক প্রস্তাবিত জমি প্রত্যাশিত সংস্থা এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গত ৫-৬-২০১৮ সালে যৌথ তদন্ত সমর্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শান্তা রহমান স্বাক্ষরিত পত্রে উল্লেখ রয়েছে।
Leave a Reply