মোঃ বিল্লাল হোসেন (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে রাতুল (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালাকোচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার আবু বক্করের ছেলে ও টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতুল দুপুরের দিকে উপজেলার মালাকোচায় বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে সে পানিতে পড়ে যায়। এসময় আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply