মোঃ বিল্লাল হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী পৌর বিদ্যুত শ্রমিক কল্যাণ সমিতি (রেজি নং-০০৫৯৭/২০০৮) এর নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) নালিতাবাড়ী উপজেলার পৌর বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নির্বাচন শহরের হক রাইস মিল চত্ত্বরে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাররা ৩টি পদে সুষ্ঠু ভাবে ভোট প্রদান করেন।
উক্ত নির্বাচনে মোট ২৩০ জন ভোটারের মধ্যে ২১২ জন ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, ও সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দিতা করেন।
নির্বাচনে প্লাস প্রতিকে খাজা মাইনদ্দিন মানিক ১২১ ভোট পেয়ে সভাপতি, পাইপ রেঞ্চ প্রতিকে ১২৬ ভোট পেয়ে আবু হানিফ বাচ্চু সিনিয়র সহ-সভাপতি ও বৈদ্যতিক বাল্ব প্রতিকে ১২৭ ভোট পেয়ে জামির হোসেন সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, সহকারী হিসেবে ছিলেন রফিকুল ইসলাম, ও জসিম উদ্দিন।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন পৌর আনসার প্লাটুন কমান্ডার শেখ আঃ সামাদ ও আনসার কমান্ডার গোলাম মোস্তফা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলার পিডিবি ও পল্লী বিদ্যুত এর ইলেক্ট্রিশিয়ান সদস্যরা নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply