জাকির আহম্মদ জিমশে রপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে পৌর এলাকার ঘটনা। ১৭ সেপ্টেম্বর, শনিবার ভিক্টিম ওই নারী শেরপুর থানায় এসে ধর্ষণের অভিযোগ তুলেন। পরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হলে অভিযুক্ত ধর্ষক রিপন রায় কে গ্রেপ্তার করে টাউন ফাঁড়ীর এস আই সাম্মাক হোসেন। অভিযুক্ত রিপন রায় বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক। রিপন রায় বসাক পাড়ার রিদু রায়ের পুত্র।
ভিক্টিম শেরপুরে নানীর বাড়ি থাকেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সাথে রিপন রায় ফুসলিয়ে প্রেম করে। নেশা দ্রব্য খাইয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে।
অনুসন্ধানে বেরিয়ে আসে নানান তথ্য। ওই নারীর সাথে রিপন রায়ের কিছু রোমান্টিক এডাল্ট ছবি ক’দিন ধরে ফেসবুকের স্টোরিজে ছড়াতে থাকে। জানা যায় ভিক্টিমের সাথে রিপন রায়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হলে ওই নারী রিপন রায়ের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনেন।
Leave a Reply