বর্তমান নিউজ.কমঃ
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ ২০২২ সালের নির্বাচনে সংরক্ষিত আসন -২ এর এড.নূর জাহানের মনোনয়ন পত্রটি বৈধ ঘোষনা করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার মোঃ মতিয়ুর রহমান এড. নূর জাহানের মনোনয়ন পত্রটি বৈধ ঘোষনা করা হয়।
এড. নূর জাহান এর নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এবং সোনারগাঁ আওয়ামী মহিলা লীগের সভানেত্রী।
মনোনয়নপত্র বৈধ ঘোষনার পর এড. নূর জাহান বলেন, আলহামদুলিল্লাহ আজ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন-২ এর আমার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষনা করা হয়েছে। সম্মানিত সকল ভোটারের সমর্থন ও দোয়া নিয়ে আমি নির্বাচন করছি। সকলের নিকট ভোট ও দোয়া চাই। সবাই আমার পাশে থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়ে কাজ করতে চাই।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র মনোনয়নপত্র বাছাই ছিলো ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে আগামী ২৬ সেপ্টেম্বর এবং নির্বাচন ১৭ অক্টোবর।
Leave a Reply