বর্তমান নিউজ.কমঃ
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ ২০২২ সালের নির্বাচনে সংরক্ষিত আসন-১ এর সাদিয়া আফরিনের মনোনয়ন পত্রটি বৈধ ঘোষনা করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার মোঃ মতিয়ুর রহমান সাদিয়া আফরিনের মনোনয়ন পত্রটি বৈধ ঘোষনা করেন।
সাদিয়া আফরিন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র মনোনয়নপত্র বাছাই ছিলো ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে আগামী ২৬ সেপ্টেম্বর এবং নির্বাচন ১৭ অক্টোবর।
Leave a Reply