1. admin@sobsomoynarayanganj.com : admin : MD Shanto
শনিবার, ১০ জুন ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি রুপগঞ্জে হত্যার ঘটনায় নামধারী ছাত্রলীগ নেতা শাওন অস্ত্রসহ গ্রেপ্তার ৫ দফা দাবি বাস্তবায়ন না করলে ১০ তারিখে সকল নৌ-যান বন্ধ – সবুজ সিকদার বঙ্গবন্ধু স্কুলের গরুর খামার করার পরিকল্পনা : সেলিম ওসমান ফতুল্লা স্টেডিয়াম উদ্ধারে আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহাঙ্গীরের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে জেলা-মহানগর স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ সভাপতি তারেক সাঃ সম্পাদক হুমায়ুন নগরীতে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রতিবাদে আজমেরী ওসমানের বিক্ষোভ মিছিল ইসদাইরে টাকার কাছে হার মানছে বাল্যবিবাহ আইন

বক্তাবলীর ভূমি কর্মকর্তা আতাউরের বিরুদ্ধে এসপির নিকট মোস্তফার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ বার পঠিত

বর্তমান নিউজ.কমঃ

বক্তাবলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতাউর রহমানের বিরুদ্ধে জবর দখল করে মাটি ভরাট করার অভিযোগ এনে পুলিশ সুপারের নিকট লিখিত দায়ের করেছেন চরবয়রাগাদী গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র মোঃ মোস্তফা মিয়া।

গত ১৪ সেপ্টেম্বর এসপি বরাবর মোস্তফা মিয়ার লিখিত অভিযোগটি হুবহু তুলে ধরা হলোঃ আমি দেঃ মোঃ নং-৪১/২১ এর ২৩ বাদী। আপনার দপ্তরে হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে,বিবাদী মোঃ আতাউর রহমান বক্তাবলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা থানা ফতুল্লা,জেলা নারায়ণগঞ্জ এর নেতৃত্বে এলাকার অজ্ঞাত নামা ৮/১০ জন দুর্র্ধষ ও দলবদ্ধ দাঙ্গাবাজ প্রকৃতির লোক নিয়ে নিন্মবনিত সম্পত্তির মধ্যে অনধিকার প্রবেশ করিয়া জবরদখল করতঃ মাটি ভরাট চেষ্টা করিতেছে। আমি বাধা প্রদান করিলে হুমকি ধামকি প্রদর্শন করিয়া বলে যে,কি শর্তে বাঁধা প্রদান করিতেছো। আমি তাদেরকে মহামান্য হাইকোর্ট বিভাগের সিভিল ডিভিশন নং-২৫১২/২১ এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত নারায়ণগঞ্জ দেঃ মোঃ নং- ৪১/২১ মোকদ্দমা চলমান আছে। বর্তমানে উভয় মোকদ্দমা চলমান আছে বটে। কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন নং-২৫১২/২১ বিগত ১/৯/২২ তারিখে শুনানীর জন্য ছিল। বর্তমানে মহামান্য হাইকোর্ট বিভাগ বন্ধ আছে। বিজ্ঞ সিনিয়র সহ কারী জজ ২য় আদালত নারায়ণগঞ্জে দেওয়ানী মোকদ্দমা নং-৪১/২১ এর আগামী ধার্য্য তারিখ -১৫/১/২০২৩ইং আছে বটে। নিন্ম তফসিল বনিত সম্পত্তি বিবাদী সহ অজ্ঞাত ৮/১০ জন কোন প্রকার বেআইনী ভাবে প্রবেশ করিয়া জবরদখল করার চেষ্টা করে তাহলে বাদী পক্ষের অপূরনীয় ক্ষতি এবং যানমালের যেকোন ক্ষতি হইতে পারে। এমন অবস্থায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং বাদী সহ আতœীয় স্বজন এবং উক্ত মোকদ্দমার বাদীগনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা একান্ত আবশ্যক। নতুবা বাদীর অপূরনীয় ক্ষতি হইবে।

অতএব উক্ত বিষয়টি তদন্তপূর্বক উপযুক্ত আইনগত ব্যবস্থাগ্রহন করিতে জনাবের সদয় মর্জি হয়।

তফসিল : জেলা-ঢাকা,হালে নারায়ণগঞ্জ, মৌজা চরগড়কুল, সিএস খতিয়ান নং -১২৭ ও ১৩৫, এসএ ১ নং, আরএস ১নং – সিএস দাগের ২৮৩-২৮৬, এসএ দাগ ৫৯৭,আরএস -৬৪৩ ভূক্ত মোট সম্পত্তি ৯০ শতাংশ। এ ব্যাপারে বাদী মোস্তফা মিয়া পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Bartoman News
Theme Customized By Theme Park BD