শেরপুর পৌর শহরের ব্যস্ততম এলাকা খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে যমুনা বাস সার্ভিসের চাপায় মজনু মিয়া (৫৫) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছে। নিহত অটো চালক মজনু মিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমড়ী গ্রামের মৃত. আব্দুল আউয়ালের ছেলে।
১৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। ওই ঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর এলাকায় বুধবার সকালে অটোচালক মজনু মিয়া তার অটোবাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার সময় সম্মুখ দিক থেকে আসা দ্রুতগামী বাস নং-মেট্রো ব-১৫-০৬১৪ একটি চাপায় ব্যাটারীচালিত অটোবাইকটিকে
চাপা দেয়। ওইসময় ঘটনাস্থলেই অটো চালক মজনু মিয়া নিহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইম, উপ-পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল এসে অটোচালক মজনু মিয়ার লাশ উদ্ধার করে।
এসময় আহত হন যাত্রী জবেদা বেগম। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply