বর্তমান নিউজ.কমঃ
বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলের দাবী জানিয়ে
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদলের সাথে সাক্ষাৎ করেছেন প্রার্থীরা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে ভিপি বাদলের বাসভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও
সাধারণ সম্পাদক প্রার্থী ৮ জনের মধ্যে ৬ জন উপস্থিত ছিলেন। তারা হলেন- সভাপতি প্রার্থী শফিক মাহমুদ ও সদরউদ্দিন সদু মেম্বার, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ কামরুল ইসলাম, মোঃ বাবুল মিয়া, নুরুজ্জামান জিকু ও খোরশেদ আলম মাষ্টার।
প্রার্থীরা ভিপি বাদলকে বলেন, প্রায় ১৭/১৮ বছর পর কমিটি
গঠন হতে যাছে। নেতাকর্মীরা চান তাদের আগামী নেতা নির্বাচিত হোক কাউন্সিলের মাধ্যমে। একটি চক্র চাছে পকেট কমিটি গঠন করতে এমপি শামীম ওসমান ভাইয়ের দোহাই দিয়ে। এমনটি হলে দল চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই
কাউন্সিল হোক। এতে যে নির্বাচিত হবে আমরা তাকেই সাদরে গ্রহণ করে নিবো।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, বক্তাবলী ইউনিয়ন
আওয়ামী লীগের কাউন্সিল হবে। এজন্য জেলা আওয়ামী লীগের যা যা করনীয় তার সবই করা হবে। এ সময় প্রার্থীরা খুশি হয়ে ভিপি বাদলকে ধন্যবাদ জানান।
Leave a Reply