বর্তমান নিউজ.কমঃ
আন্তজার্তিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ জালকুড়ি আমতলায় জেলা কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ একরাম উল্লাহ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ হাসান পাঠান, সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক, মোঃ ইউনুছ রেজা, সাধারণ সম্পাদক মোঃ শামীম ফকির, সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ দিল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ চান মিয়া, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজিব চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ।
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, আমরা ভাল কাজ করে গেলে মৃত্যুর পরও ছোয়াব পাওয়া যাবে। মানবাধিকার লংঘন হয় এমন কাজ হতে সবাইকে এড়িয়ে চলতে হবে। এই সংস্থার সকল সদস্য একই পরিবারের লোক। ভাল কাজ ভাল ফল দেয়। আমরা মোম বাতির আলোর মতো আলোকিত কাজ করবো। অন্যায় অবিচার বন্ধ করে ন্যায় নীতির সহিত কাজ করবো। যারা নিঃস্বার্থ ভাবে কাজ করে তারা বিশ্বের মডেল হয়ে যায়। মাদার তেরেসা তার উজ্জ্বল দৃষ্টান্ত। জেলায় প্রতিটি থানায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কমিটি গঠন করতে হবে ভাল লোক নিয়ে। ভাল কর্মের দায়িত্ব নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন রাজু বলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply