কুড়িগ্রামের উলিপুরে ফরহাদ হোসেন (১০) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ১০ সেপ্টেম্বর বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নূর আলমের ছেলে এবং পাতিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিকভাবে ফরহাদ নিখোঁজ হয়ে যায় পরে অনেক খোঁজাখুজি করার পরে ও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার সকালে বাড়ির পাশে একটি ধান ক্ষেত থেকে তার লাশ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে তিনি জানান।
Leave a Reply