বর্তমান নিউজ.কমঃ
এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাসদাইর জামালের গ্যারেজ এলাকায় আলমগীর প্রধান এর বাড়ি নির্মান করার তার থেকে চাদাঁদাবি করেন সরদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকার কিশোরগ্যাং নেতা পারবেজ। চাঁদা দিতে অস্বীকার করায় তার বাসা বাড়িতে এবং বড় ভাইয়ের ছেলের ব্যবসা প্রতিষ্ঠান রিফাত নেট অফিসে হামলা ভংচুর ও লুটপাট করে কিশোরগ্যাং পারবেজ বাহিনী।
এঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারন অভিযোগ দায়ের করা হয়েছে তাতে আসামী করা হয়েছে ১/ পারবেজ (২৫) পিতা,মালেক মহাজন ২/ মোঃ রোমান(৩০) পিতা,মৃতঃ খলিল মিয়া ৩/ আরফান (১৮ ) পিতা, মোঃ আশ্রাফ মিয়া ৪/মোঃ সৈকত (৩০) ৫/ ফরহাদ( ৩১) পিতা, নূর ইসলাম সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন মিলে দেশিয় ধারালো অন্ত্র ও রড লোহার পাইপ নিয়ে (৮সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আলমগীর প্রধান এর বাড়িতে হামলা চালায় সে সময় বাড়িতে থাকা মহিলারা তাদের বাধা প্রদান করলে তাদের মারধর করে ও সিঁড়ির সামনে একটি হোন্ডা রাখা ছিলো সেটা ভাংচুর করে বাড়ির পাশে থাকা রিফাত প্রধান এর নেট অফিসে হামলা চালায় ও ভাংচুর করে ও ক্যাশে থাকা নগদ ১লাখ পয়ত্রিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়।
এসময় বাড়িতে থাকা আলমগীর প্রধান এর স্ত্রী মেয়ে সহ বাড়ির ভাড়াটিয়ারা বাধা দিলে তাদের উপরে হামলা চালায় কিশোরগ্যাং বাহিনী তাদের হামলায় বেশ কয়েজন আহত হয়েছে। তাদের ডাক চিংকারে আশে পাশের মানুষ ছুটে আসলে তারা চলে যায় ও যাওয়ার আগে তাদের প্রকাশে হুমকি প্রদান করে বলে যায় আমরা যা করছি ভালো করছি যদি বেশি ভারাভাড়ি করছ তাহলে জানে মেরে ফেলবো বলে প্রান নাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে রিফাত প্রধান এর বাবা বলেন,আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করলে আমরা দিবো না বললে তার পরেই বাড়িতে হামলা করে। আমরা সবাই কাজে চলে আসছি সকালে বাসায় সব মহিলা ও মেয়েরা ছিলো হঠাৎ করে আমার বাড়িতে ও বাড়ির পাশে থাকা আমার ছেলের অফিসে তারা হামলা চালায় ও নগত অর্থ হাতিয়ে নিয়ে যায়। আমি এঘটনার বিচার চাই আমরা আমাদের টাকা দিয়ে বাড়ি করবো অন্যকে চাঁদা দিবো কেন আমি দিতে রাজি না হলে বিভিন্ন ভাবে আমাদের হুমকি দিতো আর আজকে তারা হামলা চালিয়েছে আমি তার সঠিক বিচার চাই আমি মেম্বারকে জানিয়েছি ও ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছি আমাদের জীবনের নিরাপত্তা চেয়ে।
Leave a Reply