মোঃ বিল্লাল হোসেন (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুর নকলায় প্রতিপক্ষের হামলায় সুরুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত সুরুজ আলী উপজেলার নারায়নখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত মন্নাছ আলীর ছেলে।
ঘটনাটি ঘটে ৭ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগে একই গ্রামের সালেহ মিয়া ও তার পিতা আরজু মিয়া সুরুজ আলীকে পিটিয়ে আহত করে। আহত সুরুজ আলীকে স্থানীয়রা তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে ময়মন সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । নিহত সুরুজ মিয়া র লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, সুরুজ মিয়া র মৃত্যু ঘটনার জন্য ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply