টাঙ্গাইলে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে ৭ জনকে আটক করেছে র্যাব। সোমবার শহরের বাজিতপুর হাটখোলা ও সাহাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ভুক্তভোগী রাজমিস্ত্রির সহকারী আব্দুর রহিমকেও উদ্ধার করেছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন জামিল হোসেন সাগর, শাকিল আহম্মেদ হৃদয়, লাবিব খান, রাকিবুল ইসলাম, হৃদয় আহম্মেদ, বাধন ও রাব্বি খান। তাদের বাড়ি শহরের থানাপাড়া, গাড়াইল ও আদি টাঙ্গাইল এলাকায়। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
র্যাবের কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, দুদিন আগে আব্দুর রহিমকে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে কাজের কথা বলে পুরোনো বাসস্ট্যান্ডের একটি বাসায় নেওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেন আটক ব্যক্তিরা। আরও ১ লাখ ২০ হাজার টাকা বাড়ি থেকে এনে দেওয়ার জন্য চাপ দেন।
গত রোববার রাতে আব্দুর রহিমকে মোটরসাইকেলে অজ্ঞাত স্থানে নিয়ে যান তারা। এ সময় দুটি বিকাশ নম্বর দিয়ে টাকা আনার জন্য বাড়িতে ফোন করতে বলেন। পরে ছোট ভাইকে ফোন দিলে তিনি বিষয়টি র্যাবকে জানান। র্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার ভোরে বাজিতপুর সাহাপাড়া এলাকায় অভিযান চালায়।
সেখানে একটি পরিত্যক্ত রাইস মিলের ভেতর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করা হয়। এ ছাড়া ৭ জনকে আটক করে র্যাব। সোমবার দুপুরে আব্দুর রহিম টাঙ্গাইল সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন। র্যাব থানায় হস্তান্তর করলে ওই ৭ জনকে মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
Leave a Reply