বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে শাওন (২০) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছে। নিহত শাওন যুবদল নেতা। শাওন ফতুল্লা থানা এলাকার শাহেদ আলীর ছেলে। বিএনপির নেতাকর্মীদের দাবী শাওনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এদিকে পুলিশ-বিএনপির সংঘর্ষে আরো শতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, পুলিশ-বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
জানাযায়, বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটিতে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।
শুরু হয় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া। এ সময় নগরের অলিতে-গলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ হয়ে যায়। এ নিউজ লেখা পর্যন্ত পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ এখন ও চলমান রয়েছে।
Leave a Reply