বন্দর প্রতিনিধিঃ
বন্দরে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল(৩৪)কে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
মঙ্গলবার (৩০ আগস্ট) বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় হেদায়েত পাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয় ।
এ সময় তার দেহ তল্লাশীকালে ১টি অবৈধ বিদেশী পিস্তল,১টি ম্যাগাজিন,৩টি কার্তুজ,৫টি দেশীয় অস্ত্র ছুরি,১টি চাপাতি ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিপিএসসি র্যাব ১০’র হাবিলদার মোঃ মাঈনউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন। যার মামলা নং ৩৩(০৮)২২ইং।
জানা গেছে,গত ৩০আগষ্ট দুপুরে কেরানীগঞ্জ র্যাব’১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর ইউনিয়ণ আন্দির পাড় জামিয়া কাশিমিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মদনপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ সোহেল মিয়ার বাড়িতে শয়নকক্ষের সোফার নিচে থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন,৩টি কার্তুজ,৫টি দেশীয় অস্ত্র ছুরি,১টি চাপাতি ও ১টি মোবাইল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত ইউপি সদস্য মোঃ সোহেলকে বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
Leave a Reply