বন্দর প্রতিনিধিঃ
বন্দরে গৃহবধু তমা(১৯)কে প্রবাসে পাঠানোর প্রলোভন দেখানোকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির লোক জনের উপর অতর্কিত হামলা চালিয়েছে মুক্তার হোসেনগং। গত মঙ্গলবার রাতে বাগবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ভূক্তভোগী ওই গৃহবধু তমার শ্বাশুরী রোজিনা বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গনমাধ্যমকে রোজিনা বেগম বলেন, আমার ছেলে মোঃ টুটুলের স্ত্রী তমা বেগমকে বাগবাড়ি এলাকার হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী মুক্তার হোসেনের প্ররোচনায় তার খালা নাসিমা বেগম বিদেশে হোটেলে অধিক টাকা বেতনে পাঠানোর জন্য প্রলোভন দেখিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করে আসছে। বিষয়টি আমার পুত্রবধু তমা বেগম আমার ছেলে টুটুল ও আমাদের অবগত করে। আমি আমার পুত্রবধুর খালা নছিমা বেগমকে জিজ্ঞেস করিলে তারা আমার ছেলে টুটুলের কাছ থেকে তমাওেক ডিভোর্স নিয়ে বিদেশে হোটেলে চাকুরীতে প্রবাসে পাঠাবে বলে আমাকে হুমকি দেয়। পরে এ বিষয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংশা হয়। মিমাংশায় ক্ষোভ প্রকাষ করে আমার পুত্রবধুর খালা নছিমা বেগম মুক্তার হোসেনের প্ররোচনায় বিচারকসহ আমাদের নামে কোর্টে মিথ্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় ৩০ আগষ্ট বিকেলে বাগবাড়ি এলাকায় মামলার বিষয়ে শ্বাশুরী রোজিনা বেগম তার বিয়াইন ও পুত্রবধুর খালাকে নাসিমাকে জিজ্ঞেস করিতে গেলে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী মুক্তার হোসেন,তার ছোট ভাই খোকন ও তার ছেলে মেরাজ মিলে রোজিনা বেগমকে গালমন্দ করে।
একপর্যায়ে রোজিনা বেগমকে কিল,ঘুষিসহ পিটিয়ে আহত করে। আহতের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত রোজিনাকে বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
Leave a Reply