রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানা এলাকার তেজপাতা গলির ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
চকবাজার থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে তেজপাতা গলি থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক জানান, আগেই তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। ওই এলাকাতেই ঘোরাফেরা করতেন। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
Leave a Reply