নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকার যদি তার রিজার্ভ সমস্যা সমাধান করতে না পারে, জ্বালানি সমস্যা সমাধান করতে না পারে, জিনিসপত্রের দাম কমাতে না পারে তাহলে আজ অথবা কাল ক্ষমতা থেকে যেতেই হবে। আর এই লুটপাটের সরকার সেটা করতেও পারবে না। তাই সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে, বেশি দিন টিকতে পারবে না।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যোগদান অনুষ্ঠানে সাতজন বিভিন্ন স্তরের ব্যক্তি নাগরিক ঐক্যে যোগদান করেন।
মান্না বলেন, আমাদের দেশ প্রায় দেউলিয়া, ফরেন রিজার্ভ নেই, যা আছে প্রয়োজন অনুযায়ী কম। এ জন্য আমরা বাইরের কাছে রিজার্ভ চাচ্ছি, ডলার চাচ্ছি। যা প্রকাশিত সত্য। তারা কী দেবে? কেউ দেওয়ার কথা বলেনি।
ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের ভারতের সমর্থন দরকার উল্লেখ করে মান্না বলেন, আমরা বাংলাদেশের পরিবর্তন করে দিতে পারি। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থন দরকার। ভারতের সমর্থন না থাকলে ক্ষমতায় থাকতে পারবে না। মানুষ যখন জাগবে তখন শ্রীলঙ্কার মতো পালাতে হবে।
তিনি বলেন, দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। শ্রীলঙ্কার দিকে গেলে ফিরে আসা সম্ভব না। এ জন্যই বলছি ভালো যদি চাও, এখনই যাও। না যদি যাও কীভাবে বিদায় করব এখন বলছি না, কিন্তু বিদায় করে দেব। সেই চেষ্টা করছি।
মান্না বলেন, এ কাজটা খুব সহজ তা কিন্তু নয়; কেননা এত বড় সংকটে বাংলাদেশ ৫২ বছরে পড়েনি। বিরাজমান পরিস্থিতি যা তাতে রাস্তায় একটি লোকও আওয়ামী লীগের পক্ষে বলছে না। সুতরাং এখনই সময় সংঘবদ্ধ হয়ে পথে নামার। না হলে যতই অংক কষতে থাকেন, মেলাতে পারবেন না শেষ পর্যন্ত।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাজনীতিবিদ আবু তাহের মাস্টার, শিক্ষক রাজনীতিবিদ হারুন অর রশিদ, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন তুহিন, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, ফিরোজ হাসান রনি, ইমরান হাসান কিরণ প্রমুখ।
Leave a Reply