নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২২ উদযাপিত হচ্ছে।
আজ সকালে নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি, সোহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল সহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ।
Leave a Reply