নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় সদর উপজেলার ৯নং চল্লিশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যাগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যেকে কেন্দ্র করে ৯নং চল্লিশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন যুবলীগ নেতাদের উপর অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে চল্লিশা ইউনিয়ন আওয়ামীগ অফিসের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি, নেত্রকোণা সদর থানা যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্স,চল্লিশা ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আবু আক্কাস কলেজ মিয়া, চল্লিশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবায়ের শামীমসহ জেলা উপজেলা ও ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দ।
পরে বক্তারা বলেন, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply