বর্তমান নিউজ.কমঃ
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার রেজা হিমেলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
সোমবার (১৫ আগষ্ট) দুপুর ১২টায় ফতুল্লার দক্ষিন সস্তাপুরে অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল।
জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
উদ্বোধন অনুষ্ঠানে শামীম ওসমান বলেন,আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজকে অনেক অনুষ্ঠান এখান থেকে উদ্বোধন শুরু হয়েছে এই অনুষ্ঠান শেষ করতে রাত ১১ টা বাজবে। এখান থেকে আবার ফতুল্লা ও সিদ্বিগঞ্জ যেতে হবে। আমার কোন পরিশ্রম নাই শুধু দোয়া করি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় আজকে যারা দোয়ার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা খাওয়াবেন আপনেরা সম্মান করে খাওয়াবেন।কারণ খাওয়াটা বড় কথা না যারা খাচ্ছে সেটা বড়।
তিনি আরো বলেন,খুব শীঘ্রই আমরা সম্মেলন করছি। সরকারকে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। দলবল নির্বিশেষে আওয়ামী লীগ,বিএনপি জামাত বুঝি না।আমরা এলাকার ভালো লোকদের নিয়ে বসবো। তারপর আমরা মাঠে নামবো।
আমরা প্রত্যেক এলাকায় এলাকায় যাবো। রাস্তাঘাট,স্কুল কলেযে র্যালি হবে। কিভাবে নারায়ণগঞ্জে যানজট, চাঁদাবাজ,মাদক, ভূমিদস্যূ,দখলদারদের থেকে মুক্ত করা যায় এবং রাস্তাঘাট ভাঙ্গনের মুখে পড়তে না হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী,ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা রাজ্জাক বেপারী,জাহাঙ্গীর আলম,মুজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, সহ-সভাপতি শাহরিয়ার রেজা হিমেল,ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।
Leave a Reply