মোঃ বিল্লাল হোসেন (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে সাদা মিয়া নামে এক দরিদ্র পরিবারের বসতঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটে ১১ আগষ্ট বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে।
সাদা মিয়া ওইগ্রামের জয়নাল আবেদীনের ছেলে। জানা গেছে, সাদা মিয়ার সহায় সম্বল বলতে ২৮ শতাংশ রেকর্ডীয় পৈত্রিক জমি ছাড়া আর কিছুই নেই। ওই জমির প্রতি লোভ জাগে একই গ্রামের প্রভাবশালী মৃত মেছের আলীর ছেলে ছোরহাব আলী, মকবুল ও মোজাফফরের। সাদা মিয়া জানান ওই জমির উপর একটি ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।
কিন্তু ২০২০ সালে বসৎঘরটি গুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। এ বিষয়ে সাদা মিয়া বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়া ২০২০ সালে উক্ত জমির উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে সাদা মিয়া বাদি হয়ে বিবাদিদের বিরুদ্ধে ঝিনাইগাতী সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক সাক্ষী প্রমাণাদি ও জমির কাগজ পত্র যাচাই বাছাইয়ের পর ওই জমির উপর বিবাদীদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পরে সাদা মিয়া উক্ত জমিতে একটি ঘর নির্মাণ করে আবারো বসবাস শুরু করেন।
কিন্তু বিবাদিরা আদালতের নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়া বাহিনী নিয়ে ঘরটি গুড়িয়ে দেয়। ঘরের টিনসহ সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায় । সাদা মিয়া ও তার পরিবারের লোকজনের অভিযোগ রাতে ঘর ভেঙ্গে নেয়ার সময় পুলিশের সহযোগিতা চেয়েও কোন কাজে আসেনি। পুলিশ তাদের কোন রকমে সহযোগিতা করেননি বলে অভিযোগ রয়েছে। সাদা মিয়া জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোশারফ হোসেন বিবাদীদের আত্মীয় হওয়ার সুবাদে থানা পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে সাদা মিয়া পরিবার পরিজন নিয়ে বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এব্যাপারে ছোরহার আলীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ছেলে বলেন আমরা তার ঘর ভেঙ্গে দেইনি। সাদা মিয়া নিজেই ঘর ভেঙ্গে নিয়ে গেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) আফরোজা নাজনীন বলেন রাতে বিষয়টি আমাকে জানানো হলে আমি ওসি সাহেবকে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি। তিনি ব্যবস্থা না নিয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply