বর্তমান নিউজ.কমঃ
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাসদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আল-মামুনের উপস্থাপনায় মানব বন্ধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোলেমান দেওয়ান বলেন, এই সরকার জনগণের কাছে জবাবদিহিতার কথা ভুলে গেছে। তারা জনগণকে পিষে মারার জন্য জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে। এর প্রতিবাদ করতে গেলেই বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে।
এদেশের মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা লুট-পাট করে বিদেশে পাচার করছে তা ফেরত আনার বেলায় সরকার নীরব, দেশের মানুষকে ভর্তুকির গল্প শুনায়। সরকারকে অবিলম্বে জ্বলানী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সারের বর্দ্ধিত মূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে হবে। নয়তো দেশে গণবিক্ষোভ তৈরী হবে যার দায় সরকারকেই নিতে হবে।
মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম দেওয়ান, কোষাধ্যক্ষ সোহেল খান, শ্রমবিষয়ক সম্পাদক কাউছার হোসেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক মিন্টু আহাম্মেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, সদস্য আব্দুস সালাম।
Leave a Reply