বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মহিলাসহ বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
গত শনিবার ( ৬ আগষ্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো, বন্দর থানার সোনাকান্দা এলাকার লিটন মিয়ার ছেলে বিপুল (২৮) আলীনগর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলামিন (৩২) মদনগঞ্জ লক্ষারচর এলাকার নিজাম উদ্দিন মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভ্থক্ত আসামী রাজিয়া বেগম (৪৩) দেওয়ানবাগ এলাকার মৃত আক্তারুজ্জামান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আশিকুর (২৬) নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মৃত সাহাবউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার আসামী ইকবাল হোসেন (৪০) একই এলাকার মৃত আক্তার মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৫৫) সোনাচড়া এলকার ইব্রাহিম ওরফে ইব্রা মিয়ার ছেলে নবী (৪০) বক্তারকান্দী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে জিআর মামলা ওয়ারেন্টভূক্ত আসামী আরমান (৩০) ও বন্দর রুপালী আবাসিক এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভ্থক্ত আসামী ফারুক হোসেন ওরফে নিমাই (৫২)।
পুলিশ গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply