রাজধানীর মহাখালীতে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম আবদুল আজিজ (৪৭)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের মহাখালী জোনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে।
মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আশফাক আহমেদ সমকালকে বলেন, বিকেলে এএসআই আজিজ মহাখালী ফ্লাইওভারের বনানী চেয়ারম্যানবাড়ির দিকে ঢালে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। সাড়ে ৪টার দিকে বিকাশ পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে বেপরোয়া গতিতে নেমে আজিজকে চাপা দেয়। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার ওসি নুরে আযম মিয়া জানান, বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আজিজের বাড়ি জয়পুরহাটে।
Leave a Reply