সিলেট পাসপোর্ট অফিসে লাগামহীন অনিয়ম ও দুর্নীতিতে ক্ষুব্ধ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তিনি চিঠিও পাঠিয়েছেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পাঠানো চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে। এ অবস্থায় বিষয়টির দ্রুত তদন্ত করা দরকার। তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা যেতে পারে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।
সম্প্রতি ড. মোমেন বিদেশ সফরে গেলে প্রবাসীরা সিলেট পাসপোর্ট অফিসের অনিয়মের বিষয়টি তুলে ধরেন বলে জানা গেছে। মূলত তাদের অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেন।
প্রসঙ্গত, প্রবাসী অধ্যুষিত সিলেটে পাসপোর্ট তৈরির হার অন্যান্য জেলা থেকে অনেক বেশি। প্রতিদিন গড়ে ৪ শতাধিক আবেদন পড়ে সিলেট পাসপোর্ট অফিসে। ট্রাভেলস বা দালাল না ধরে আবেদন করলে তা নানা অজুহাতে তা আটকে দেওয়া হয়। এমনকি রি-ইস্যু পাসপোর্ট করতে গেলেও দালাল ধরতে হয়। প্রতিদিন পাসপোর্ট অফিসে ৫-৬ লাখ টাকা হাতিয়ে নেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। দুই বছর ধরে পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বেপরোয়া হয়ে ওঠেন ঘুষবাণিজ্যে।
Leave a Reply