
বর্তমান নিউজ.কমঃ
চাষাড়া শহীদ জিয়া হলে জমে উঠেছে বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ জিয়া হলে এ আগামী ১০ আগষ্ট প্রযন্ত মেলা চলবে।
প্রতি বছর বৃক্ষ মেলার আয়োজন করা হলেও করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর বৃক্ষ মেলা আবার শুরু হয়েছে। মেলা শুরুর প্রথম দিন থেকেই বৃক্ষ প্রেমীরা ভীড় করছেন শহীদ জিয়া হলে। এখানে এসে তারা তাদের পছন্দ মতো ফলজ, বনজ বা ভেষজ গাছ ক্রয় করছেন। কিন্তু প্রতিবারে মত এভারও মেলা জমবে শেষ এর দিকে সকল দোকান মালিকরা প্রচুর পরিমানে গাছ নিয়ে অপেক্ষায় গাছ প্রেমীদের জন্য ।
মেলায় প্রায় ৩০টি স্টল নিয়ে বসেছে এবারের বৃক্ষ মেলা। দুই বছর পর বৃক্ষ মেলা আবার শুরু হওয়াতে সেই সাথে ক্রেতাদের প্রচুর আগ্রহ ও ভীড় দেখে স্টলের মালিকরাও খুব খুশি। এভার মেলাতে ৩০ টাকা থেকে ১৫হাজার টাকা দামের গাছ রয়েছে বলে জানান তারা।
এ নিয়ে নারায়ণগঞ্জ নার্সারি মালিক সমিতির সভাপতি খাজা হেছামউদ্দিন চিস্তি বলেন, দুই বছর পরে আমরা আশা করছি এবার আমরা একটি সফল বৃক্ষ মেলা আয়োজন করতে পারবো। ক্রেতাদের প্রচুর আগ্রহ দেখতে পারছি। পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় গাছের বিকল্প নেই। যদিও আমাদের শহরটি এখন ইট সিমেন্টের শহর হয়ে গেছে। এর মধ্যেই খুশির খবর হলো অনেক গাছ প্রেমীরা এখন বহুতল ভবনের ছাদে বাগান করছে। পরিবেশ রক্ষায় ছাদবাগানও একটি গুরুতপূর্ন ব্যাপার। আমরা আশা করি বৃক্ষ প্রেমীরা এই মেলায় এসে তাদের চাহিদা মত গাছ পেয়ে অনেক খুশি হবে।
Leave a Reply