বর্তমান নিউজ.কমঃ
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর জীবন জিবিকা অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এবং স্থানীয় আবাসন ও আউটসোর্সিং বাতিল সহ ৭দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০শে জুলাই) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাবিসমূহ: ১. ঠিকাদার কর্তৃক নিয়োগ, অনিয়ম ও বাণিজ্য বন্ধকরে। পদে ৮০% কোটা বাস্তবায়ন করতে হবে। ২. প্রতিটি পৌরসভা এবং সিটি করপোরেশন এর বেতন কাঠামো ১২০০/=(এক হাজার দুইশত ) টাকা হতে ৬ ,০০০/=( ছয় হাজার টাকা )। পৌরসভাতে সর্বনিন্ম বেতন ১৫.০০০/=( পনেরো হাজার ) টাকা এবং সিটি করপোরেশন গুলোতে সর্বনিন্ম ২২,০০০/=( বাইশ হাজার ) টাকা দিতে হবে। ৩. সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে হরিজনদের জন্য ভর্তি কোটা সংরক্ষণ করতে হবে। ৪. মিল- কারখানা, রেলওয়ে ও সড়ক উন্নয়নের স্বার্থে হরিজনদের স্থায়ী ভাবে পুনর্বাসন করে আবাসনগুলো উচ্ছেদ করতে হবে। ভূমিহীন হরিজনদের খাসজমি বন্দ্যোবস্ত দিয়ে নিজস্ব আবাসনের ব্যবস্থা করতে হবে। ৫. সকল প্রাকার কমিটিতে হরিজন জনগোষ্ঠীর প্রতিনিধি নিশ্চিত করতে হবে; ধর্মীয় প্রতিষ্ঠান, সম্পদ ও জানমালের নিরাপত্তা দিতে হবে; হরিজন জনগোষ্ঠীর জীবনমানন্নোয়নে “হরিজন কল্যাণ ট্রাস্ট” গঠন করতে হবে। ৬. হরিজন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে সকল স্থানীয় সরকারসহ বাংলাদেশ জাতীয় সংসদে হরিজনদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। ভর্তি ইত্যাদি ক্ষেত্রে হরিজন পরিচিতি সনদপত্র হরিজন সংগঠন কর্তৃক গ্রহণ করতে হবে। ৭. হরিজন জনগোষ্ঠীর যুব ও শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে প্রতিটি মহল্লায় আধুনিক পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে তুলতে হবে এবং জেলা ও জাতীয় পর্যায়ে খেলা-ধুলায় বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও অলিম্পক।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অমৃত লাল, সাধারণ সম্পাদক প্রতাপ শীং, সহ-সভাপতি অনিল লাল, সহ- সাধারণ সম্পাদক বাবু, কোষাদক্ষ রুবেল দাস, দপ্তর সম্পাদক স্বাধীন লাল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সবুজ লাল, প্রচার সম্পাদক রামা দাস, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জনি লাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি শিমুল দাস, সাধারন সম্পাদক কিশোর লাল, নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি কামাল দাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রঞ্জন লাল, বন্দর থানার সভাপতি স্বাধীন লাল, ফতুল্লা থানার সভাপতি স্বপন ডোম, স্বাধীন, অনিল, বাবু প্রমূখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
Leave a Reply