বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জে আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বুধবার (২৭ জুলাই) দুপুরে নগরভবনে আসবেন তারা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ও যুক্তরাজ্য সরকারের অর্থায়নে স্থাপিত আধুনিক প্রযুক্তির মেডিক্যাল বর্জ্য বিশোধনে `ইন্সিনারেটর প্ল্যান্ট` উদ্বোধনে আসছেন তারা।
সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় ইনসিনারেশন প্ল্যান্ট উদ্বোধন এবং বর্জ্য সংগ্রহে ২ টি আধুনিক প্রযুক্তির গাড়ি ও মেডিক্যাল সরঞ্জামাদি হস্তান্তর করা হবে। পরে নারায়ণগঞ্জের জালকুড়িতে স্থাপিত মেডিক্যাল বর্জ্য বিশোধনে `ইন্সিনারেটর প্ল্যান্ট` পরিদর্শন করবেন তারা।
Leave a Reply