টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। রোববার ভোর ৫টার দিকে উপজেলার সল্লা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ যানবাহনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply