বর্তমান নিউজ.কমঃ
কথায় আছে সরকারি চাকরি মানে বদলি , বাংলাদেশ সরকার এর বিধান অনুযায়ী একই কর্মচারী একই কর্মস্থানে সরকারি চাকরীজীবী ৩ বছরের বেশি থাকতে পারে না। কিস্তু নারায়নগঞ্জ সদর উপজেলায় মনিরুল ইসলাম মনির ১২ বছর এর বেশি সময় পার করছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাঁট মুৃদ্রাক্ষরিক কম্পিটার অপারেট (৩য় শ্রেনির) কর্মচারী মনিরুল ইসলাম মনির এর নামে অভিযোগ এর শেষ নেই।
নারায়নগঞ্জ সদর উপজেলা ৩য় শ্রেনির কর্মচারী হয়ে মনিরুল ইসলাম মনির ১২ বছর যাবত এর বেশি সময় এক স্থানে বহাল রয়েছে কি মধু আছে নারায়ণগঞ্জ সদর উপলোয় যার কারনে মনির কোথাও বদলি হতে না রাজ। কন্তিু মনির এখানে অনেক দিন থাকায় তার আগুল ফুলে কলা গাছ হয়ে গেছে বলে অনেকে জানান করেন।
সে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সকল কর্মচারীদের সাথে খারাপ অচরন করেন ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার দের সাথে আতÍাত করে ভিবিন্ন রকমের সুবিধা নিয়ে থাকে বলে জানায়ায়।
জানা যায়, মনিরুল ইসলাম মনির ২০০৯ সালের দিকে সদর উপজেলায় যোগদান করেন তার পর থেকে এখনো বহাল রয়েছে তিনি। তার পরে অনেক বার তাকে বদলির আদের্শ আসলেও তিনি তা পাশ কাটিয়ে সদর উপজেলাই রয়ে যান। মনির এর ক্ষমতার জোর কোথায় যার জন্য তিনি এতো বছর এখানে তার বিরুদে অভিযোগ এর শেষ নেই।
এ বিষয়ে মনিরুল ইসলাম মনির এর সাথে কথা হলে তিনি বলেন ,আপনার যদি কিছু জানার থাকে তাহলে আমার স্যার এর সাথে কথা বলেন আমি কিছু বলতে পারবোনা
এ বিষয়ে নারায়ণগঞ্জ নির্বাহী অফিসার মোঃ রিফাত ফেরদৈাস জানান, সদর উপজেলা থেকে বদলি করার কোন নিয়ম নেই যা করার ডিসি অফিস করবে কিন্তু যদি তারা স্থানিয় লোক হয় তাহলে তারা এক স্থানে কাজ করতে পারে।
Leave a Reply