রাজধানীর ইসলামবাগে রিকশা থেকে উল্টে পড়ে উম্মে সালমা (২৪) নামের এক তরুণী নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) রাত ৩টার দিকে ২ রিকশার সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের সঙ্গে ভোলা থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে পৌঁছানোর পর উম্মে সালমা বাসায় যাচ্ছিলেন।
উম্মে সালমার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড় ছিলেন। তিনি ইডেন মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন।
জানা যায়, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি ভোলা থেকে লঞ্চযোগে সবাই একসঙ্গে সদরঘাটে আসেন। সেখান থেকে রিকশায় চাচাতো ভাই হাসানের সঙ্গে উম্মে সালমা আজিমপুরে ছাত্রীনিবাসে যাচ্ছিলেন। ইসলামবাগ এলাকায় তাঁদের রিকশার চাকা গর্তে পড়ে যায়।
এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি রিকশার সঙ্গে তাঁদের রিকশার সংঘর্ষ হয়। এতে উল্টে পড়ে আহত হন উম্মে সালমা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাসান আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply