1. admin@sobsomoynarayanganj.com : admin : MD Shanto
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামীম ওসমান, দোয়া চাইলেন অয়ন কোচিং ব্যবসায় ক্ষতি হবে, তাই নতুন শিক্ষাক্রমের বিরোধিতা: শিক্ষামন্ত্রী নজরদারিতে আছেন আরাভ খান: পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ের গালির শোধ নিতে শিশুপুত্রকে হত্যা: পুলিশ জমিদার বাড়ির ছাদে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তিন হামলায় থাকলেও মামলায় নেই আমির বাহিনীর অস্ত্রধারীরা! শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ ঈদুল ফিতরের আগে চতুর্থ দফায় নারায়ণগঞ্জে আরও ২৫৫ ভূমিহীন-গৃহহীন মাঝে ঘর বিতরন ঝিনাইগাতীতে ভুমিহীন মুক্ত হচ্ছে, ১২৩ ঘর পাচ্ছে গৃহহীনরা সত্যিই কি মুসলমানদের প্রিয় মাস রমজান

নারায়ণগঞ্জে আরও ১০০ পরিবার পেলো নতুন ঘর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫৮ বার পঠিত

বর্তমান নিউজ.কমঃ 

মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝেও জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। একই সাথে বাংলাদেশের ৫২টি উপজেলার ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার(২১ জুলাই) বেলা ১১টায় গণভবন থেকে ভারচুয়ালি সভার মাধ্যমে সরাসরি এ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এসময় নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা পরিষদ ও আড়াইহাজার উপজেলা পরিষদ থেকে ভারচুয়ালি সভার মাধ্যমে যুক্ত হোন অনুষ্ঠানে। নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদে ১টি, আলীরটেক ইউনিয়ন পরিষদে ৫টি ও কাশিপুর ইউনিয়ন পরিষদে ১টি ও আড়াইহাজার উপজেলার ৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও চাবি বুঝিয়ে দেওয়া হয়।

ভূমিহীন ও গৃহহীনদের জমির দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেবার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাত ফেরদৌস বলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই অঙ্গিকার বাস্তবায়নে ও আমার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে,শিক্ষা পাবে,উন্নিত জীবনেত অধিকারী হবে জাতির জনক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরনের লক্ষ্যে আজ বাংলাদেশে ৫২ টি উপজেলায় ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জমির দলিল ও চাবি তুলে দিয়েছেন।তিনি বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ গড়ে তুলার লক্ষ্যে কাজ করছে। আজকে প্রধানমন্ত্রীর জন্য ছিন্নমূল,অসহায়, বিধবা,রাস্তাঘাটে থাকে যাদের নিজেদের কোন ঘর বাড়ি নেই হাতের হাতে ঘর তুলে দিয়েছেন। সেই সাথে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি অসহায়দের স্বপ্ন দেখিয়েন তাদের সুন্দর একটি ভবিষ্যৎ করে দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলায় এই পর্যন্ত ১৭৪২ টি পরিবারের মধ্যে ৫৯১টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়ে।যার ১৭.৮২ একর জমিতে ৪৪ কোটি ৫৫ লক্ষ টাকা সমপরিমাণ ব্যয় করা হয়েছে।

এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর ইউএনও মোঃ রিফাত ফেরদৌস,নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস,গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী,আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Bartoman News
Theme Customized By Theme Park BD