1. admin@sobsomoynarayanganj.com : admin : MD Shanto
শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
১১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি রুপগঞ্জে হত্যার ঘটনায় নামধারী ছাত্রলীগ নেতা শাওন অস্ত্রসহ গ্রেপ্তার ৫ দফা দাবি বাস্তবায়ন না করলে ১০ তারিখে সকল নৌ-যান বন্ধ – সবুজ সিকদার বঙ্গবন্ধু স্কুলের গরুর খামার করার পরিকল্পনা : সেলিম ওসমান ফতুল্লা স্টেডিয়াম উদ্ধারে আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহাঙ্গীরের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে জেলা-মহানগর স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ সভাপতি তারেক সাঃ সম্পাদক হুমায়ুন নগরীতে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রতিবাদে আজমেরী ওসমানের বিক্ষোভ মিছিল ইসদাইরে টাকার কাছে হার মানছে বাল্যবিবাহ আইন

মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জে কোন এলাকায় কখন বিদ্যুৎ থাকবেনা

  • আপডেট সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৭৮ বার পঠিত

বর্তমান নিউজ.কমঃ

বিশ্ববাজারে জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষিপটে বড় ধরনের অনৈতিক সংকট এড়াতে বিদ্যুৎ ও তেলের খরচ কমানোর জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার।।

সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে এলাকা ভিত্তিক লোডশেডিং দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ও সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে এবং লোকশান এরাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আজ থেকে বন্ধ হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী করতে অফিসের সময় কমিয়ে আনা হচ্ছে। তােই প্রেক্ষিতে দিনে এক থেকে দুই ঘন্টা করে লোডশেডিং দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) থেকে হবে এলাকাভিত্তিক লোডশেডিং এর এই সিদ্ধান্ত বাস্তাবায়ন করা হবে। এে মধ্যে কোথায় কখন বিদ্যুৎ থাকবেনা সেই তথ্য প্রকাশ করেছে ডিপিডিসি।

তবে, বিদ্যু বিভ্রাট, রক্ষণাবেক্ষণ এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এ সিডিউল পরিবর্তন হতে পারে। নারায়ণগঞ্জেবাসীর জন্য সেই তথ্য তুলে ধরা হলো।

নারায়ণগঞ্জে কখন কোথায় বিদ্যুৎ থাকবে না

খানপুর, ডনচেম্বার, ব্যাংক কলোনী: রাত ১১টা থেকে ১২টা।

বিবি রোড: সকাল ৭টা থেকে ৮টা।

কিল্লারপুল, বরফকল: রাত ১২টা থেকে ১টা।

মিশনপাড়া, রামবাবুর পুকুরপাড়: রাত ১টা থেকে ২টা।

হাজীগঞ্জ, আইইটি স্কুল, চেয়ারম্যান বাড়ি: দুপুর ২টা থেকে ৩টা।

গুদারাঘাট, হাঁস মুরগীর খামার: সন্ধ্যা ৫টা থেকে ৬টা।

তল্লা বড় মসজিদ, বি.বি মরিয়ম স্কুল সংলগ্ন: দুপুর ১টা থেকে ২টা ও সন্ধ্যা ৫টা থেকে ৬টা।

কালির বাজার, আমলাপাড়া, স্বর্ণপট্টি: রাত ২টা থেকে ৩টা।

নারায়ণগঞ্জ ক্লাব থেকে ২নং রেল গেইট: রাত ৩টা থেকে ৪টা ও রাত ১০টা থেকে ১১টা।

নয়ামাটি, আনন্দ হোটেল ও এর আশপাশের এলাকা: বিকাল ৩টা থেকে ৪টা।

সাহাপাড়া আশা হল, মিনা বাজার, টানবাজার পার্ক: রাত ৯টা থেকে ১০টা।

ফায়ারঘাট, নিতাইগঞ্জ মোড়, মধ্য নলুয়া: রাত ৮টা থেকে ৯টা।

৫নং ঘাট, আল-জয়নাল প্লাজা: ভোর ৪টা থেকে ৫টা ও সন্ধ্যা ৭টা থেকে ৮টা।

শিবু মার্কেট, পিঠালীপুল ব্রীজ: ভোর ৫টা থেকে ৬টা।

ডিসির মাঠ ও ইউরো টেক্স গার্মেন্টস: সকাল ৬টা থেকে ৭টা।

পুরাতন হাজীগঞ্জ: সকাল ৮টা থেকে ৯টা।

আইলপাড়া, পাঠানটুলী, গোদনাইল: দুপুর ১২টা থেকে ১টা।

২নং ঢাকেশ্বরী, কুতুবপুর: সকাল ৯টা থেকে ১০টা।

ওয়াবদারপুল, লাকীবাজার: সকাল ১০টা থেকে ১১টা।

নিতাইগঞ্জ, বি.কে রোড ও তোলারামের মোড়: বিকাল ৪টা থেকে ৫টা।

মধ্য নলুয়া, নিতাইগঞ্জ: বেলা ১১টা থেকে ১২টা।

ফতুল্লার তক্কারমাঠ: ১০টা থেকে ১১টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Bartoman News
Theme Customized By Theme Park BD