মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস।
সোমবার সকাল আটটার দিকেসিরাজদিখান নিমতলা এলাকায় সিংগার টেক নামক স্থানে এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতের নাম উৎপল দাস (১৭)। তিনি ঢাকা থেকে মাছ কিনে এনে এলাকায় বিক্রি করতেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক এসব তথ্য জানিয়েছেন। ওসি বলেন, সকালে খবর পেয়ে আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।
Leave a Reply