বন্দর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, মাদকদ্রব্য নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই এখনই সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার।
বুধবার (২৯ জুন) সকালে বন্দর উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার রোধেকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজিত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদকের বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মঞ্জুরুল হাফিজ বলেন, আগামী দিনের শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদককে ঘৃণা করতে হবে। মাদকদ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক রোধে কার্যকর ভূমিকা পালন করেত হবে। এর পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে মাদক বিরোধী কমিটি গঠন করে প্রতিরোধ করতে হবে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. কুদরত-এ- খুদা’র সভাপতিত্বে ও উপজেলার পল্লী উন্নয়ন অফিসার আবু জাফরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ পরিচালক মামুন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিম হোসেন শান্তা, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলার সহকারি কমিশনার ভূমি সুরাইয়া ইয়াসমিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম, সদস্য বাপ্পীসহ স্থানীয় মেম্বার, শিক্ষক ও শিক্ষার্থীরা।
Leave a Reply