কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী মারা গেছেন। বুধবার (২৮ জুন) বিকেলে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন সাহেবপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিনা আক্তার (৩৫)। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দুপুরে গোসল করে এসে জামা-কাপড় শুকাতে দেওয়ার জন্য ঘরের সামনে টানানো জি আই তারে কাপড় মেলাতে যান। এ সময় জি আই তার আগে থেকে বিদ্যুৎসংযোগ থাকায় তিনি স্পষ্ট হন।
স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে বাঁচাতে যান স্ত্রী রিনা। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, দুজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে আছে
Leave a Reply