তৌফিক এলাহী
বগুড়া প্রতিনিধিঃ
“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই স্লোগানে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন শনিবার সকাল ৯টায় থানা থেকে এই র্যালী বের হয়ে বগুড়া শাজাহানপুর উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
এ আনন্দ র্যালীতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিক খান, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজার রহমান বাবলু, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল, গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এছাড়াও শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ, এস আই শামীম হাসান, আরিফুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুর রহমান, হাফিজার রহমান, এ এস আই শামীম হোসেন, আব্দুল হালিম, সেকেন্দার আলী, মনোয়ারা খাতুন সহ অন্যান্য পুলিশ সদস্যরা র্যালীতে অংশগ্রহণ করেন
Leave a Reply