বর্তমার নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ সদর থানা পুরান সৈয়দপুর এলাকায় বিচ্ছু বাহিনীর দুই গ্রুপের মধ্যে মেম্বার রুবেল ও রানা বাহিনী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার (২০জুন) রাত ১০,৩০মিনিটের দিকে প্রথমে চর সৈয়দপুর এলাকায় সংঘর্ষ হলে আবার মেম্বার রুবেল ও রানার বাড়ি পুরাতন সৈয়দপুর এলাকায় মারামারি ঘটনা ঘটে এসময় বাসাবাড়ি ও দুইটি মটরসাইকেল আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আহাম্মদ আলীর ডগইয়ারে দুইটি জাহাজের নির্মাণ কাজ চলছিলো হঠাৎ তিনি মারাযান। তার পর থেকেই জাহাজের নির্মান কাজ বন্ধ রয়েছে। কিন্তু গত (৫জুন) জাহাজ কেটে বিক্রি করেন (১১জুন) সে টাকার ভাগ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে গোগনগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ডের মেম্বার রুবেল এর বড় ভাই রবীন আহাম্মেদ এর মাধায় রড দিয়ে তিনটা বাড়ি লাগে তাতে কার মাধার পিছনের হার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। তিনি এখন ঢাকা আজগর আলী হসপিটালের আইসিউতে আছেন তাকে উন্নত জন্য বিদেশ নিয়ে যাওয়া হবে শনিবার। এতে আরো গুরুতর আহত হন চাঁন বাদশা (৫৫) নামে এক ব্যক্তির দুই পা কাটা পরে। ডাক্তার বলেছে যে কোন সময় কিছু একটা ঘটে যেতে পারে। সবাই দোয়া করবেন।
অপর দিকে রানার বাবা মোঃ জলিল মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করে তাতে বলা আছে, বাসাবাড়ি ও দুইটি মটর সাইকেল আগুন দেওয়া হয় এবং তার মার্কট
গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজর আলী বলেন, রবীন এর অবস্থা খুব খারাপ তাকে বিদেশ নেওয়া হবে ভালো চিকিৎসার জন্য। আপরাধী যে হক তাকে আইনের আওতায় আনা হক। আপরাধী কারো আপন জন হতে পরে না কারন কার পরিচয় সে আপরাধী। পুলিশ কে আসামীদের এখনো গ্রেফতার করছে না সেটা আমার অজানা। রানা ওরা তো এমনি আপরাদ করে আর পুলিশকে টাকা দিয়ে পালিয়ে থাকে।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা আফিসার ইনর্চাজ আনিসুর রহমান বলেন, দুই পক্ষ আমাদের কাছে দুইটা মামলা করেছে আসমীরা সব পলাতন তাই তাদের গ্রেফতার করা যাচ্ছে না পুলিশ অভিযার চালাচ্ছে তাদের গ্রেফতার করার জন্য।
Leave a Reply