কক্সবাজারের উখিয়ার শিবিরে দুর্বৃত্তের গুলিতে মো. শাহ (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার রাতে উখিয়া বালুখালী ৯৬ ব্লকে এ ঘটনা ঘটে। এর আগে সম্প্রতি উখিয়া শিবিরে দুজন সেচ্ছাসেবক ও তিনজন রোহিঙ্গা নিহত হয়েছিল ‘সন্ত্রাসীদের’ গুলিতে।
রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, ’ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
এ বিষয়ে হেড মাঝি নুরুল আমিন জানান, তার ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ শাহ নামে এক ব্যাক্তি মারা গেছে। প্রাথমিকভাবে খবর পাওয়া তার সঙ্গে আরসা’ (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে।’
এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক।
Leave a Reply