ঠিক হয়েছিল লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা আর উরুগুয়ে মিলে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে ফিফার বিডে অংশ নেবে। গত এপ্রিলে এ নিয়ে লাতিন ফুটবল সংস্থা কনমেবল কাজও করেছিল, লন্ডনে অফিসও খুলেছে তারা এজন্য। তাদের ওই পরিকল্পনায় একটু পরিবর্তন আসছে।
শুধু আর্জেন্টিনা আর উরুগুয়ে নয়, প্যারাগুয়ে আর চিলিকেও সঙ্গে নিচ্ছে তারা আয়োজক হিসেবে। তাদের যুক্তি, যদি ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা মিলে আয়োজন করতে পারে। তাহলে দুইয়ের অধিক আয়োজক হতে পারে ২০৩০ বিশ্বকাপেও।
১৯৩০ সালে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল উরুগুয়ে থেকে, বিশ্বকাপের শতবর্ষপূর্তি তাই উরুগুয়েসহ আরও তিন দেশে হতেই পারে। ইউরোপ থেকেও তোড়জোড় শুরু হয়েছে বিশ্বকাপের শতবর্ষপূর্তির আয়োজক হতে।
পর্তুগাল আর স্পেন মিলে ফিফার কাছে আবেদন করা হবে। আফ্রিকা থেকেও আবেদনের প্রস্তুতি চলছে। তবে লাতিন মিডিয়ার ইঙ্গিত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর ২০৩০ আসরও লাতিনেই ফিরতে চলেছে। অতীতে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং চিলির বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে লাতিন থেকে।
Leave a Reply