বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ওসি আনিসুর বলেন,আমি এখানে এসেই কিশোরগ্যাংয়ে বিরুদ্ধে অভিযান করেছি এবং এই অভিযান অবহ্যাত আছে। আপনারা ফুটপাতের সমস্যা কথা বলেছেন। প্রতিদিন আমি নিজে থেকে বঙ্গবন্ধু সড়কে উচ্ছেদের সার্বক্ষনিক চেষ্টা করছি। ফুটপাতে মালামাল নিয়ে বসে থাকা হকারদের মালামাল নিয়ে আসছি না শুধু রেখে দিচ্ছি যাতে করে আর বসতে না পারে। তাদের দিলে আবার বসবে। আমি এই চোর পুলিশ খেলা না খেলে আমার এর স্থায়ী সমাধান দরকার।
সোমবার(২০ জুন) দুপুরে সদর মডেল থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, মানুষের দুর্ভোগ গুলো শেষ করা যায় মানুষ যাতে করে সাছন্দে চলাচল করতে পারে। সে কাজ গুলো আপনাদের সাথে সম্বনয় করে পর্যক্রমে কাজ গুলো করে যাবো।
বাংলাদেশ পুলিশের কাছে সাধারণ মানুষের চাওয়াটা বেশি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত তার নিরাপত্তা ও জানমালের নিরাপত্তার দেওয়া যেমন আমার অর্পিত। এছাড়া আরো কিছু সমস্যা থাকে পারিবারিক সমস্যা ,সামাজিক সমস্যা সে গুলো পুলিশের হস্তক্ষেপ আশা করে। তা আমার দায়িত্ব থেকে মানবিক পুলিশ অফিসার হিসাবে সমাজের উপকার স্বার্থে কাজ করতে হয়। মানুষ আমার কাছে যে সকল আশা করে তা পূরণ করা জন্য সার্বক্ষনিক চেষ্টা করি।
এসময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ, মামলা , পুলিশ ক্লিয়াররেন্স সহ সকল বিষয় আমরা থানা সেবা নিতে আসবে তাদের একটি টাকাও দিতে হবে না। বিনা পয়সায় ও আমারেদ সকল পরিশ্রমের মাধ্যমে আমরা মানুষের উপকার করতে চাই মানুষের সেবা করতে চাই।
এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও এটিএন বাংলা , এটিএন নিউজ জেলা প্রতিনিধি আব্দুল সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরিফউদ্দিন আহমেদ সবুজ, এনটিভি জেলা প্রতিনিধি নাফিস আশরাফ, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,সিনিয় সাংবাদিক অহিদুল খান, সিনিয়র ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায়, দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রত্রিকার স্টাব রির্পোটার ও বর্তমার নিউজ.কমের বার্তা সম্পাদক মোঃ সুলতান, খবর নারায়ণগঞ্জ.কম এর সম্পাদক মোঃ জাহিদ,ফটো সাংবাদিক মশিউর রহমান, রিপোর্টার সাজু হোসেন, লাইফ নারায়ণগঞ্জ. কমের স্টাফ রির্পোটার মোঃ রাব্বি, আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ লিংকন,মোঃ জহির, মোহাম্মদ আলী, দৈনিক যুগের চিন্তার ফটো সাংবাদিক মোঃ মেহেদী, রিদয়, সেলিম,সুমন,শেখ মনির, সৌরভ হোসেন সিয়াম প্রমুখ
Leave a Reply