বাংলাদেশে রফতানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরে ব্লিচিং পাউডারসহ ৩ ট্রাকে আগুন লেগে সব পণ্যভূস্মিভূত হয়েছে। শনিবার রাত ২টা ৪৫ মিনিটের সময় ব্লিচিং পাউডারের ট্রাকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশে দাঁড়িয়ে থাকা অন্য ট্রাকেও আগুন ধরে যায়। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া ৩ ট্রাকের মধ্যে ১টি ব্লিচিংবাহী , ১টি কাগজের রোলবাহী ও ১টি তুলার ট্রাক ছিল।
ভারতের পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদিপ দে বলেন, দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছে পেট্রাপোল বন্দর। আগামীতে ব্লিচিং পণ্য খোলা ট্রাকে রফতানি না করে কনটেইনারে রফতানির সিদ্ধান্ত নিতে হবে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি বলেন, বাংলাদেশে রফতানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরে ব্লিচিংবাহী ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরও ২টি পণ্যবাহী ট্রাক ভস্মিভূত হয়েছে। ব্লিচিং পণ্যে বার বার অগ্নিকাণ্ড ঘটে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, আশঙ্কা করা হচ্ছিল ২০ থেকে ২৫টি পণ্যবাহী ট্রাক পুড়বে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালানোয় প্রায় ৩ঘণ্টা পর বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পেট্রাপোল বন্দর। পেট্রাপোল থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে ব্লিচিং পাউডারের ট্রাকে আগুন ধরে যাওয়ার ঘটনায় ৩টি রফতানি পণ্য বোঝাই ট্রাক পুড়ে ভূস্মিভূত হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা সম্ভব না। কী কারণে ভারতীয় ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত না করে এখনই বলা যাচ্ছে না।
Leave a Reply