বর্তমান নিউজ.কমঃ
নিতাইগঞ্জ লোড আনলোড লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২১ তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) বাদ জোহর নগরীর বাপ্পী স্মরনী এলাকায় নিতাইগঞ্জ লোড আনলোড লেবার ইউনিয়নের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ছোট ভাই কামরুল হাসান মুন্না। মিলাদ শেষে মরহুম সাইদুল হাসান বাপ্পীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মরহুমের চাচা হাজ্বী সাদেক হোসেন, লেবার ইউনিয়নের আব্দুর রশিদ সরদার, হারুন সরদার, নোয়াব সরদার, কামাল সরদার, দেলোয়ার সরদার, মরহুমের ছোট ভাই তাইফুল ইসলাম তান্নার বন্ধু মহল, রিয়নের বন্ধু মহল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply