গাজীপুর মহানগরের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করে প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
নগরীর ভোগড়া বাইপাস এলাকার অ্যাপারেলস্ প্লাস লিমিটেড নামে ওই কারখানায় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, কারখানার সাততলা ভবনের চতুর্থতলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর এবং আগুন লাগার কারণ জানা যায়নি।
Leave a Reply