তৌফিক এলাহী
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলায় ডাকাতিসহ একাধিক মামলার পালাতক আসামি বেলাল উদ্দিন(৫৫) নামে একা জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪জুন( মঙ্গলবার) দুপুর ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের খিরাপাড়া এলাকা,থেকে বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতি মামলাসহ গ্রেফতারি পরোয়ানার আসামি বেলাল গাবতলী উপজেলার খিরাপাড়া গ্রামের শের উদ্দিন এর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাল উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পর থেকে বেলাল পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে সুখানপুকুর ইউনিয়নের খিরাপাড়া এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, একাধিক মামলার পালাতক আসামি বেলালকে গ্রেফতারি পরোয়ানা মূলে আটকের পর বিকাল ২টার দিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply